বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতালের পর বর্ধিত আরো ৪৮ ঘণ্টার হরতাল চলছে সারাদেশে। হরতাল চলাকাল বৃহস্পতিবার সকালে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।মঙ্গলবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে ৪৮ ঘণ্টার হরতাল বৃদ্ধির এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে পূর্বঘোষিত হরতাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও এখন তা শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে।এ নিয়ে গত ৫ সপ্তাহে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে সপ্তাহের সব কর্মদিবসে হরতাল দিলো বিএনপি। একই সঙ্গে গত ৫ জানুয়ারি থেকে দেশব্যাপী টানা অবরোধ চলছে।বিএ/এমএস
Advertisement