সময়টা যে ভালই কাটছে এ সময়ের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরী মনির তাতে কোনো সন্দেহ নেই। মাত্র কদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ছবি `ভালবাসা সীমাহীন।` প্রথম ছবিতেই ব্যাপক দর্শকদের কাছে ব্যাপক সাড়া পেয়েছেন এই সুন্দরী নায়িকা। সেই রেশ শেষ হতে হতে না হতেই এবার চুক্তিবদ্ধ হলেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত নতুন ছবি `দরদীয়া` তে। ছবিটিতে তার বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন হালের আলোচিত নায়ক আরেফিন শুভ। এ প্রসঙ্গে পরী মনি বললেন, এর আগে ওয়াজেদ আলী সুমন স্যারের পাগলা দিওয়ানা ছবিতে অভিনয় করেছি। স্যারের মতো গুণী নির্মাতার ছবিতে কাজের সুযোগ পেয়ে আমি দারুণভাবে আনন্দিত। রোমান্টিক এই ছবিটি দর্শকদেরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আশা করছি সুন্দর একটি ছবির দর্শকদের উপহার দিতে পারবো।এআরএস/এমএস
Advertisement