টাঙ্গাইলে শহরের কুমুদিনি মহিলা কলেজের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রলবোমা ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।জানা যায়, গাজীপুর থেকে জনতা পরিবহনের একটি বাস বিয়ের বড়যাত্রী নিয়ে টাঙ্গাইলে এসেছিলো। ফিরতি পথে রাত সাড়ে ৯টার দিকে গাড়ির চালক ও হেলপার রাস্তার পাশে খালি বাসটি রেখে হোটেলে খেতে যায়। এসময় একদল দুর্বৃত্ত পেট্রলবোমা ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এতে গাড়ির বাহিরে তেমন ক্ষতি না হলেও ভেতরে অংশ সম্পূর্ন পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটিতে কোন যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বাসে আগুন দেয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি।এসএইচএ/এআরএস/আরআইপি
Advertisement