খেলাধুলা

জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ : দ্বিতীয় ম্যাচে আমাদের সময়ের জয়

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের নিয়ে আয়োজিত জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় জয় পেয়েছে দৈনিক আমাদের সময়। তারা দৈনিক মানবকণ্ঠকে ২১ রানে হারিয়েছে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে আমাদের সময়। জবাবে ৯৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৭১ রানে থেমে যায় মানবকণ্ঠ।শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকালে ৯টায় শুরু হয় এ ম্যাচটি। দলের পক্ষে ১৬ রানের নিজেন নামে পাশে একটি উইকেট যোগ করে ম্যাচ সেরা হন আমাদের সময়ের মাইদুল আলম বাবু।খেলা শেষে আনুষ্ঠানিকভাবে সেরা খেলোয়ারের হাতে ক্রেস্ট ও দুই দলকে ম্যাচ ফি প্রদান করা হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জাগোনিউজ২৪.কম-এর সম্পাদক সুজন মাহমুদ, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) এর হেড অব মার্কেটিং অরুনাংশ ঘোষ, বঙ্গ বেকার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. জাকারিয়া জুলফিকার, ডিএসইসির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক, কোষাধক্ষ্য এ কে এম ওবায়দুর রহমান প্রমুখ।উল্লেখ্য, কোমল পানীয় ব্রেভার এবং বিস্ক ক্লাবের সৌজন্যে আয়োজিত জমজমাট এই টুর্নামেন্টের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। যেখানে অংশ নিচ্ছে ৩২টি মিডিয়া হাউজ। আজ অনুষ্ঠিত হচ্ছে মোট ৮টি খেলা।সকাল সাড়ে ৮টায় মুখোমুখি হচ্ছে- মানবকণ্ঠ-আমাদের সময়, নয়া দিগন্ত-সমকাল, সকাল সাড়ে ৯টায় ৭১ টিভি-বাসস, যমুনা টিভি-যায়যায়দিন, সাড়ে ১০টায় চ্যানেল২৪-বণিক বার্তা, সংগ্রাম-ডিবিসি টিভি, সকাল সাড়ে ১১টায় ইনকিলাব-সংবাদ, আলোকিত বাংলাদেশ-অবজারভার।জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো- প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর, জনকণ্ঠ, বাসস, যায়যায়দিন, সমকাল, ইনকিলাব, নয়াদিগন্ত, আলোকিত বাংলাদেশ, সংবাদ, সকালের খবর, মানবকণ্ঠ, বণিক বার্তা, ভোরের কাগজ,  আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, সংগ্রাম, করতোয়া, নওরোজ, দি ইন্ডিপেন্ডেন্ট, অবজারভার, জাগো নিউজ, এটিএন নিউজ, বাংলা নিউজ, ডিবিসি চ্যানেল, ৭১ টিভি, আরটিভি, চ্যানেল ২৪, জিটিভি, যমুনা টিভি, ও মোহনা টিভি।এসআই/এমইউএইচ/এএস/বিএ/এমএস

Advertisement