তথ্যপ্রযুক্তি

এয়ারটেলের সঙ্গে এসএসএলের চুক্তি স্বাক্ষর

মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল) সঙ্গে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর বনানীতে এয়ারটেলের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।এ চুক্তির মাধ্যমে এয়ারটেলের গ্রাহকরা ভিসা/ মাস্টার ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে এয়ারটেলের ওয়েবসাইট www.bd.airtel.com, এয়ারটেলের অনলাইন এক্সপেরিয়েন্স সেন্টার এবং এয়ারটেল বাজ-এ বিল পরিশোধ এবং অ্যাকাউন্ট রিচার্জ করতে পারবেন। পেমেন্টগুলো রিয়েল টাইমে অর্থাত্ যখন লেনদেন হচ্ছে, তখনই এয়ারটেলের সিস্টেমে আপডেট হয়ে যাবে। এক্ষেত্রে এসএসএল সব ধরনের কারিগরি সহায়তা দেবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ সার্ভিস অফিসার ও হেড অফ এম-কমার্স রুবাবা দৌলা, হেড অব সার্ভিস এক্সপেরিয়েন্স অ্যান্ড অপারেশন এক্সিলেন্স জাকিয়া সুলতানা,  সার্ভিস এক্সপেরিয়েন্স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ নাজিমুদ্দিন খান,  সার্ভিস এক্সপেরিয়েন্স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাশুক মোসাদ্দেক আলী, সার্ভিস এক্সপেরিয়েন্স এক্সিকিউটিভ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ।সফটওয়্যার শপ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর সাঈফুল ইসলাম, জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্তী, হেড অব টেকনিক্যাল শাহাদাত রেদওয়ান, সিনিয়র ম্যানেজার জুবায়ের হোসেন ও ম্যানেজার মাহবুব উর রশিদ খান।এএ

Advertisement