লাইফস্টাইল

ব্রাশ কনটেস্টে বাংলাদেশ

বিশ্ববিখ্যাত কসমেটিক্স ব্রান্ড ল’রেল প্রথম বারের মত বিউটিশিয়ানদের নিয়ে অনলাইনে আয়োজন করেছে দি ব্রাশ কনটেস্ট।প্রাথমিক বাছাই শেষে প্রতিযোগিতা এখন দ্বিতীয় পর্বে। এই কন্টেস্টে বাংলাদেশের প্রার্থী ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ফারনাজ আলম। এখন প্রয়োজন ভোট। একজন বাংলাদেশি হিসেবে তাকে এগিয়ে নিতে সবার কাছে অনুরোধ জানিয়েছেন ফারনাজ।মূল অনুষ্ঠান হবে ফ্যাশনের স্বর্গভূমি প্যারিসে। ফারনাজকে ভোট দিয়ে প্যারিসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিতে পারেন আপনিও। বিস্তারিত জানতে ও ভোট দিতে ক্লিক করুন - www.youtube.com/user/LOrealParisMalaysia/thebrushcontestএএ/আরআই

Advertisement