আন্তর্জাতিক

দুই বছরে ৫০ হাজার যোদ্ধা হারিয়েছে আইএস

দুই বছরে কমপক্ষে ৫০ হাজার যোদ্ধা হারিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন, ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন জোট অভিযান শুরুর পর বহু জঙ্গি নিহত হয়েছে। জোটের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার জঙ্গি নিহত হয়েছে। খবর বিবিসির। জঙ্গিদের প্রতিহত করতে স্থানীয় বাহিনীগুলোকে সহায়তা করছে মার্কিন জোট। তবে আইএস খুব দ্রুতই তাদের ক্ষতি পুষিয়ে নিয়ে নতুন যোদ্ধা নিয়োগ দিতে পারছে বলে আশঙ্কা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, মসুলের মতই বেশ কিছু স্থানে আইএসের বিরুদ্ধে লড়াই তীব্রতর হবে। মসুল পুনর্দখল করতে তীব্র লড়াই চালাচ্ছে ইরাকি বাহিনী। কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে বহু বেসামরিক নাগরিকও প্রাণ হারাচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, আইএসকে ধ্বংস করতেই অভিযান শুরু হয়েছে। গত আগস্টে লে. জেনারেল সিন ম্যাক ফারল্যান্ড এপি নিউজকে জানিয়েছিলেন, জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ৪৫ হাজারের মত জঙ্গি নিহত হয়েছে। টিটিএন/এমএস

Advertisement