খেলাধুলা

আর্জেন্টিনার সমর্থকদের জন্য ব্রাজিলে বিশেষ আয়োজন

খেলা হচ্ছে ব্রাজিলে৷ কিন্তু মঙ্গলবার আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচ দেখতে সাও পাওলোতে হাজির হয়েছেন আর্জেন্টিনার প্রায় ৭০ হাজার মানুষ৷ আর তাঁদের জন্যই তো এই বিশেষ আয়োজন, বিশেষ ব্যবস্থা৷ব্রাজিলের বৃহত্তম শহর সাওপাওলোর প্রধান যে কার্নেভাল অ্যারেনা, তা এই প্রথম খুলে দেয়ার হচ্ছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী ভক্তদের জন্য৷ ব্রাজিলের বিশ্বকাপ স্টেডিয়ামগুলোর মধ্যে সবচেয়ে বড় স্টেডিয়াম সাও পাওলো অ্যারেনা৷বিপুল সমর্থকের কারণে মঙ্গলবারের ম্যাচকে ঘিরে নিরাপত্তা দ্বিগুণ করেছেন সাও পাওলো-র কর্মকর্তারা৷ তাঁরা বলছেন, ‘আর্জেন্টিনা-সুইজারল্যান্ড` মধ্যকার ম্যাচে সবচেয়ে চিন্তার বিষয় যাঁদের কাছে টিকেট নেই সেই ভক্তদের সামলানো৷ তাই সমর্থকদের আশেপাশের পানশালায় গিয়ে খেলা দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা৷খেলা শুরুর দুই সপ্তাহ আগে থেকেই কোপাকাবানা সৈকতে যত কারাভান, গাড়ি, ট্রাক ও ভ্যান মাইলের পর মাইল রাস্তা দখল করেছে, তার বেশিরভাগই এসেছে আর্জেন্টিনা থেকে৷ আর যতই সময় গড়াচ্ছে এগুলোর সংখ্যা বাড়ছে বই কমছে না৷ এ সপ্তাহে আর্জেন্টিনা ও ব্রাজিলের দক্ষিণ সীমান্তের শহর পোর্তো আলোগরেতে জড়ো হয়েছেন লাখো আর্জেন্টিনীয়৷ অবৈধভাবে প্রবেশের সময় আটক করা হয়েছে আরো ৩০ জনকে৷ শুধু তাই নয়, টিকেট কালোবাজারি করতে গিয়ে সেখান থেকে ধড়া পড়েছে ছয়জন৷ডয়েচে ভেলে

Advertisement