আন্তর্জাতিক

যুদ্ধবিরতি শুরু আলেপ্পোতে

আলেপ্পো শহরের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক ও বিমান হামলা স্থগিত করেছে সিরীয় সেনা বাহিনী। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে আটকে পড়া হাজার হাজার বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ। খবর বিবিসির। অন্তত ৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হবে। তবে যুদ্ধবিরতি শুরু হলেও ওই এলাকা থেকে গোলাগুলির শব্দ বন্ধ হয়নি। ফলে সেখানে লড়াই পুরোপুরি বন্ধ হবার কোন লক্ষণই দেখা যাচ্ছে না।এদিকে, সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ এবং মার্কিন সামরিক বিশেষজ্ঞরা শনিবার জেনেভায় এক বৈঠকে অংশ নেবেন। সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত জানিয়েছেন, লড়াই বন্ধ হলে নতুন করে শান্তি আলোচনা শুরু করা যেতে পারে। টিটিএন/পিআর

Advertisement