বিনোদন

মারদানিতে রানীর আরেকটি পুরস্কার

মারদানি চলচ্চিত্রে পুলিশ অফিসার শিভানি শিভাজি রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড সুপারস্টার অভিনেত্রী রানী মুখার্জী। এ চরিত্রের মাধ্যমে নারীর অবস্থানকে দৃঢ়ভাবে দেখানোর জন্য ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন রানী।চলতি বছরে ফিল্মফেয়ার থেকে শুরু করে ছোট-বড় প্রায় সব অ্যাওয়ার্ড আসরেই সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন রানী। কিন্তু জিতেছেন কেবল স্টারডাস্ট পুরস্কার। অবশেষে সেই সাফল্যে যোগ হলো আরো একটি পালক।পুরস্কার গ্রহণ করতে রানী এখন ভারতের দিল্লিতে আছেন। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে ইনস্টিটিউট ফর জেন্ডার জাস্টিস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই জাতীয় সম্মাননা গ্রহণ করবেন।ডিএনএ ইন্ডিয়ার খবর, মারদানি ছবিতে কন্যাশিশু ও নারীদের নিরাপত্তার বিষয়টি খুব জোরালোভাবেই চলচ্চিত্রবোদ্ধা ও জাতীয় পুরস্কার নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাই এ বিষয়ে কাজের অবদানের স্বীকৃতি দিতেই জুরিবোর্ড রানী মুখার্জিকে বিশেষ পুরস্কারটি দিচ্ছে। জুরিবোর্ডের মতে, জনসাধারণকে সচেতন করার জন্য নারী নিরাপত্তার এ বিষয়টি তুলে ধরা অনেক জরুরি ছিল।উল্লেখ্য, রানী মুখার্জী গত বছর গোপনে গাঁটছড়া বাঁধেন প্রেমিক আদিত্য চোপড়ার সঙ্গে, বিয়ের পরপরই পর্দায় ফেরেন সম্পূর্ণ অন্য রূপে। ২০১২ সালে ‘তালাশ’ মুক্তি পাবার পর দীর্ঘ এক বছর কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমায় কাজ করেননি রানী। বিয়ের পর পর ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে গত বছরের ২২ আগস্ট বলিউডে মুক্তি পায় রানীর নতুন ছবি মারদানি। ‘মারদানি’ বক্স-অফিসে মোটামুটি ব্যবসা করলেও রানীর মারদাঙ্গা অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। শোনা যাচ্ছে চলতি বছরের শেষ দিকে মারদানির সিক্যুয়েল মুক্তি পাবে।এলএ/আরআই

Advertisement