ছোট ছেলে আরাফাত রহমান কোকের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত চেহলাম অনুষ্ঠানের বিশেষ মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকাল ৫টা ৪০ মিনিটে দোয়া ও মিলাদ শেষ হয়।গুলশান কার্যালয়ে চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিএসএফ সদস্যরা জানিয়েছেন, খালেদা জিয়া নিজ কক্ষে বসেই বিশেষ মোনাজাতে অংশ নিয়েছেন। গুলশান কার্যালয়ে অবস্থানরত দলের বিভিন্ন পর্যায়ের নেতাকমীরা এই দোয়া ও মোনাজাতে অংশ নেন বলেও সিএসএফ সদস্যরা জানিয়েছেন।এর আগে সকাল থেকেই গুলশান কার্যালয়ে কোরআন তেলাওয়াত করেন ১৪ জন হাফেজ। দুপুরে মিরপুরের শাহ আলী মাজার থেকে তবারক হিসেবে তেহরিও পাঠানো হয় গুলশান কার্যালয়ে।এমএম/বিএ/পিআর
Advertisement