কেউ আপনার দিক তাকিয়ে চোখ টিপলেই তাকে আবার খারাপ ভেবে বসবেন না যেন! কারণ, চোখ টেপা মানেই খারাপ কিছু নয়। এমনও হতে পারে, চোখ টিপলেই দূরের জিনিস কাছ থেকে দেখা যাবে! হ্যাঁ। সম্প্রতি এমন কনট্যাক্ট লেন্স আবিষ্কৃত হয়েছে, যা পরে থাকা অবস্থায় চোখ টিপলে লেন্সটি জুম করে দূরের জিনিস বড় করে দেখাবে। এক কথায় একটা ছোটখাটো দূরবীনে পরিণত হবে আপনার চোখ।
Advertisement
তবে এই ধরণের টেলিস্কোপিক লেন্স এই প্রথম নয়। এর আগেও ২০১৩ সালে ২.৮ গুণ বড় করে দেখানোর মতো লেন্স বাজারে আসে। তবে তা প্রযুক্তিগত ভাবে এত আধুনিক ছিল না। এই লেন্সটি পরলে তার সঙ্গে একটি স্মার্ট গ্লাস বা বিশেষ ধরনের চশমাও পরতে হবে। যা সাধারণ ভাবে চোখ বন্ধ করা এবং চোখ টেপা বা `উইঙ্ক`-এর মধ্যে তফাত করবে।
সুইজারল্যান্ডের চক্ষু বিশেষজ্ঞ এরিক ট্রেম্বলে জানান, `এই কনট্যাক্ট লেন্স কম দৃষ্টিশক্তি এবং বার্ধক্যজনিত দুর্বল দৃষ্টিশক্তির লোকেদের জন্য খুবই উপযোগী হবে বলে আশা করছি।`
সব থেকে বড় কথা, লেন্সটি আয়তনে সাধারণ কনট্যাক্ট লেন্সের তুলনায় সামান্য বড় হলেও খুবই হাল্কা। আর এতে একটি ছিদ্র রয়েছে, যা চোখের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করবে। স্মার্ট গ্লাসের কাজ হল, লেন্সের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলা। কখন আপনি চোক বন্ধ করছেন আর কখনই বা জুম করার জন্য এক চোখ বন্ধ করছেন তা বুঝে সেই অনুযায়ী কাজ করে এই বিশেষ ধরনের চশমা।
Advertisement
এই চশমায় বিশেষ ধরনের সেন্সর লাগানো রয়েছে, যা আলোকে কাজে লাগিয়ে দূরের জিনিসকে জুম করতে সাহায্য করবে লেন্সটিকে। ডান চোখ বন্ধ করলে লেন্স জুম-ইন করবে, আবার বাঁ চোখ বন্ধ করলে জুম আউট করে সাধারণ দৃষ্টি ফিরে আসবে।এইচএন/আরআই