ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওতাধীন সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার নম্বর অপরিবর্তিত থাকবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১২০ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে এবং উক্ত শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় নূন্যতম ৪০ নম্বর পেতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি ডেন্টাল কলেজের ক্ষেত্রেও নূন্যতম পাশ নম্বর ৪০ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমএএস/পিআর
Advertisement