ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ইসরাইল সফর করতে অপারগতা প্রকাশ করছেন। শুধু তাই নয়, ফিলিস্তিন যাওয়ার কর্মসূচি রাখা হলেই কেবল তিনি ইসরাইল যেতে রাজি বলে সাফ জানিয়েছেন। বুধবার ভারতের বেসরকারি হিন্দি নিউজ চ্যানেল ‘আজতক’এ খবর জানিয়েছে।এদিকে, ইসরাইল সফরে রাষ্ট্রপতি বেঁকে বসায় মোদির পররাষ্ট্রনীতিতে জোর ধাক্কা লেগেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।জানা গেছে, মোদি সরকারের পক্ষ থেকে এ বছর প্রেসিডেন্টকে ছয়টি দেশ সফরের জন্য প্রস্তাব দেয়া হয়। এরমধ্যে সুইডেন, বেলারুশ, ইসরাইলসহ আফ্রিকার তিনটি দেশে রয়েছে। প্রেসিডেন্ট এরমধ্যে শুধু ইসরাইল সফর করতে অস্বীকার করেছেন।উল্লেখ্য, ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের সঙ্গে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে দু’দেশের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক ছিল।তিবে ১৯৯২ সালে কংগ্রেসের সাবেক প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের আমলে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। বর্তমানে নরেন্দ্র মোদি সরকার সেই সম্পর্ককে অনেক উঁচুস্তরে নিয়ে গেছে। বিজেপি’র মাতৃ সংগঠন আরএসএস বরাবরই ইসরাইলের পরিবর্তে ফিলিস্তিনকে বেশি গুরুত্ব দেয়ার বিপক্ষে।এএইচ/আরআই
Advertisement