বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগামীকাল শুক্রবার ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মুখোমুখি হবে রাজশাহী কিংস। এবারের আসরে অনেকটা ভাগ্যকে সঙ্গে পাওয়ায় গ্রুপ পর্ব উতরাতে পেরেছে সাব্বির-মিরাজরা। দল হিসেবে এখনও জ্বলে উঠতে পারেনি তারা। তাই ফাইনাল ম্যাচেই জ্বলে উঠতে চায় রাজশাহীর কিংসরা। এমনটাই করছে রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামি বলেন, ‘আমি আশা করছি এটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আমি জানি অধিকাংশ দর্শক ঢাকার সমর্থন করবে তবে তার মাঝেও কিছু কিংসের দর্শক থাকবে। তারা আমাদের জন্য চিৎকার করবে। আশা করছি আমরা বিজয়ী হিসেবেই বের হব। আর এটা করার জন্য ভালো ফিল্ডিং করতে হবে, ভালো বোলিং করতে হবে এবং অবশ্যই ভালো ব্যাটিং করতে হবে। আমি আমার সতীর্থদের বলেছি আমরা এখনও আমাদের সেরা ক্রিকেটটা খেলিনি। আমাদের একটা ম্যাচ আছে। হয়তো ফাইনালেই আমরা আমাদের সেরাটা দেওয়ার জন্য অপেক্ষা করছি।’এর আগে গ্রুপ পর্বে ঢাকার বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেয়েছে রাজশাহী। আর এ দুই ম্যাচেরই জয়ের নায়ক সামিত প্যাটেল। প্রথম ম্যাচে ঝড়ো ৪৪ রানের ইনিংসের পাশাপাশি পান ২টি উইকেট। আর পরের ম্যাচে খেলেন অনবদ্য ৭৫ রানের ইনিংস। এবার ফাইনালেও তার কাছে এমন কিছু চান স্যামি, ‘আশা করছি আবারও সে (প্যাটেল) এমন একটা অবদান রাখবে। আগামীকাল হয়তো সে ঐতিহাসিক দিন।’আরটি/আইএইচএস/পিআর
Advertisement