গুরমিত সিংয়ের পর এবার মল্লিকা শেরাওয়াতের ‘ডার্টি পলিটিক্স’র উপর নিষেধাজ্ঞা জারি হলো। সম্প্রতি ভারতের পাটনা হাটকোর্ট, সিনেমা বিহারে ‘ডার্টি পলিটিক্স’ এর মুক্তি উপর নিষেধাজ্ঞা জারি করল।কারণ হিসাবে সরকার পক্ষের এক আইনজীবী জানিয়েছেন, ‘সিনেমাটিতে অনেক জায়গায় আপত্তিকর দৃশ্য ও অশ্লীল মন্তব্য রয়েছে। আর সেই কারণেই সিনেমা মুক্তির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে’।তবে এখানেই শেষ নয়। পাটনা হাটকোর্টের তরফ থেকে সেন্টাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সেন্সরবোর্ড) এর কাছে একটি নোটিশ পাঠানো হয়েছে। যেখানে জানতে চাওয়া হয়েছে, কুরুচিকর ভাষা ও উত্তেজিত দৃশ্য থাকা সত্ত্বেও কি করে ‘ডার্টি পলিটিক্স’ ছাড়পাত্র পেয়েছে।কে.সি বোকাডিয়া পরিচালিত, এ সিনেমাতে মল্লিকার মুখে বেশ কয়েকটি জায়গায় অশ্লীল ভাষার প্রয়োগ রয়েছে। এছাড়ও ওম পুরীর সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্য তো ইতিমধ্যে ভাইরাল হয়ে উঠেছে সাইবার দুনিয়ায়। আগামী ৬ মার্চ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।পিআর
Advertisement