দেশজুড়ে

রাজশাহীতে ১৫টি ককটেল উদ্ধার

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১৫টি ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মতিহার থানার কাটাখালি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।র‍্যাব-৫ এর মিডিয়া সেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে অভিযান চালিয়ে ১৫টি ককটেল উদ্ধার করা হয়। হরতাল-অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য দুর্বৃত্তরা ককটেলগুলো মজুদ করেছিল বলে জানান তিনি।এসএইচএ/বিএ/আরআইপি

Advertisement