সম্প্রচার নীতিমালা দিকনির্দেশক, এটা কোন আইন নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার দুপুরে সচিবালয়ে সম্প্রচার নীতিমালা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেছেন, সম্প্রচার নীতিমালা দিকনির্দেশক, আইন নয়। সম্প্রচারের দায়বদ্ধতা নিশ্চিতে এই নীতিমালা করা হয়েছে।হাসানুল হক ইনু আরও বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য নয়, এটি করা হয়েছে কল্যাণের জন্য। এতে শাস্তির কোনো বিধানও নেই। তাই কণ্ঠরোধের বিষয়টি সম্পূর্ণ অমূলক ও কল্পনাপ্রসূত। সম্প্রচার মাধ্যমের স্বচ্ছতা-জবাবদিহিতা প্রতিষ্ঠা করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সমুন্নত রাখতে এই নীতিমালা করা হয়েছে। এর প্রতিটি ধারাই গণমাধ্যমের জন্য কল্যাণকর ও সম্প্রসারে সহায়ক।বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে গত ৪ আগস্ট টেলিভিশন ও রেডিওর জন্য ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার তার গেজেট প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।বাংলাদেশে প্রথম এই পূর্ণাঙ্গ নীতিমালা গণমাধ্যমের কণ্ঠরোধ করবে বলে বিএনপি দাবি করলেও সরকারের পক্ষ থেকে তা নাকচ করা হয়।
Advertisement