তথ্যপ্রযুক্তি

টুইটার প্রতিষ্ঠাতাকে হত্যার হুমকি

এবার আইএসের নিশানায় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের অন্যতম প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। একের পর এক আইএসপন্থীদের অ্যাকাউন্ট ব্লক করে দেয়ার জন্য সমর্থকদের ডরসিসহ টুইটারের অন্যান্য কর্মচারীদের খুন করার আহ্বান জানাল এই জঙ্গিগোষ্ঠী।অনলাইনে রীতিমতো জ্যাক ডরসির ছবি দিয়ে তার মৃত্যু পরোয়ানা জারি করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা।টুইটারের আইএস জঙ্গিদের অ্যাকাউন্ট ডিলিট জারি থাকলে শিরশ্ছেদ করা হবে ডরসির। এই ভাষাতেই হুমকি দিয়েছে এই মৌলবাদী উগ্রপন্থী জঙ্গি সংগঠন। ভার্চুয়াল জগতে তোমরা আমাদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছো, বাস্তবে তার ফল ভোগ করতে হবে তোমাদেরই। জানিয়ে দিয়েছে আইএস। যেসব প্রোফাইল থেকে লাগাতার হিংসা ছড়ানোর চেষ্টা করা হয় বা উস্কানি দেয়া হয় হিংসাত্মক কার্যকলাপে সেইসব প্রোফাইল বর্তমানে ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছে টুইটার। আরবিতে লেখা এই হুমকিপত্রে বলা হয়েছে টুইটারের এই উদ্যোগ এক ধরনের ব্যর্থ যুদ্ধ। এই হুমকি ভরা পোস্টে লেখা হয়েছে শুরু থেকে আমরা তোমাদের বোঝাবার চেষ্টা করে গেছি, বলেছি এই যুদ্ধটা তোমাদের নয়।তোমরা কান দাওনি। টুইটারে আমাদের একের পর এক অ্যাকাউন্ট উড়িয়ে দিয়েছ। কিন্তু আমরা তাও বারবার ফিরে এসেছি। কিন্তু আমাদের সিংহরা যখন তোমাদের টুঁটি চেপে ধরবে, তখন তোমরা আর জীবন ফিরে পাবে না। যখন তখন তোমাদের উপর এই আক্রমণ নেমে আসবে।ইরাক ও সিরিয়ার আইএস জঙ্গিরা বহুদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তাদের বক্তব্যের প্রচার চালাচ্ছে ।এসএইচএ/এআরএস/আরআইপি

Advertisement