টলিউড সুপারস্টার দীপক অধিকারী দেবের সঙ্গে এবারের দোল কাটাবেন টলিউড সুন্দরী নুসরত জাহান। পরিচয় ‘খোকা-৪২০’ ছবির সেট থেকে। তারপর থেকেই নাকি দেব আর নুসরতের সম্পর্ক অনেকটা ‘তু তু মে মে’।তবে এই ঝগড়া বড়ই অম্ল-মধুর। তাইতো এই বসন্তে বাকি সবাইকে পেছনে ফেলে খোকাবুবুকেই আবির রঙে রাঙিয়ে তুলতে চান, এই টলিউড সুন্দরী।নুসরত জানিয়েছেন, এই বছরের দোলটা আমি দেবের সঙ্গেই উদযাপন করতে চাই। সারা বছরে যেভাবে দেব আমার লেগ পুল করতে থাকে, তার শোধটা আমি এইদিনই নিতে চাই। রঙ মাখিয়ে দেবকে ভূত করাটাই এই হলিতে আমার কাজ।বিএ/আরআইপি
Advertisement