দেশজুড়ে

লক্ষ্মীপুরে যুবলীগকর্মী খুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবলীগকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার বাঙাখাঁ ইউনিয়নের মিরিকপুরের একটি স’ মিলের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।মঙ্গলবার রাত ১২টার দিকে ফরহাদকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায় বলে জানিয়েছেন জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি, সদর) জুনায়েদ কাওসার। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, এর আগে ফরহাদ হোসেন মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি।উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন জানান, ফরহাদ হোসেন যুবলীগের সক্রিয়কর্মী ছিলেন। মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন। তিনি মিরিকপুর গ্রামের নুরুল আমিন মাস্টারের ছেলে।ফরহাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। কী কারণে দুর্বৃত্তরা ফরহাদকে হত্যা করেছে তা জানাতে পারেননি এএসপি।বিএ/আরআইপি

Advertisement