আন্তর্জাতিক

চীনে এক সপ্তাহে খনি দুর্ঘটনায় ৬০ শ্রমিকের মৃত্যু

চীনে আবারো খনি বিস্ফোরণের ঘটনায় সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে খনি দুর্ঘটনায় ৬০ জন খনি শ্রমিক প্রাণ হারিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। হুবেই প্রদেশে সোমবার একটি খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর সেখানে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। গত এক সপ্তাহে এটা তৃতীয় ভয়াবহ খনি দুর্ঘটনা। দেশটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। অথচ খনি থেকে প্রচুর পরিমাণ অর্থ আয় করছে দেশটি। পৃথিবীতে কয়লা উৎপাদন এবং বাজারজাতকারী দেশের মধ্যে চীন প্রথম সারির দেশ। কিন্তু সেখানে খনিগুলোতে কোনো নিয়ম-নীতি পালন করা হয় না এবং অনেকটা ঝুঁকির মধ্যেই কাজ করে শ্রমিকরা। টিটিএন/জেআই

Advertisement