আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় শক্তিশালী একটি ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৫টার দিকে আচেহ প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। ভূমিকম্পের আঘাতে বাড়ি-ঘর, দোকান ধসে পড়ায় বহু মানুষ আহত হয়েছে। খবর দ্য সিডনি টাইমসের। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (বিএনপিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়েছে। সে সময় আতঙ্কিত লোকজনকে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় জড়ো হতে দেখা যায়। বিএনপিবি টুইটারে বেশ কিছু আহত মানুষের ছবি প্রকাশ করেছে। ভূমিকম্পের সময় অনেক মানুষ নিজেদের বাড়ি-ঘরে আটকা পড়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আচেহ ইন্দোনেশিয়া রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানিয়েছে, বহু মানুষ আহত হয়েছে। তবে ঠিক কতজন আহত তা জানাতে পারেনি তারা। টিটিএন/পিআর

Advertisement