শিক্ষা

ঢাবির শিক্ষার্থীদের বৃত্তি দিল ডুসাক

আর্থিক ভাবে অসচ্ছল ও মেধাবী অর্ধশত শিক্ষার্থীকে বিগত বছরের ন্যায় শিক্ষা বৃত্তি প্রদান করছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)। এসময় ঢাবিতে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের অবাধ তথ্য ও ডুসাকের সাবেক-বর্তমান সকল সদস্যকে একত্রিত করার উদ্দেশ্যে উদ্বোধন করা হয় ডুসাকের ওয়েবসাইট www.dusac.net। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জনাব মাহবুব-উল হানিফ প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিটিভির সংবাদ উপস্থাপিকা রওনক জাহান ও তানজিনা তানিনের সঞ্চলনায় সংগঠনের সভাপতি নাঈমুল হক রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন মিজি।প্রধান অতিথির বক্তব্যে মাহবুব-উল-আলম হানিফ বলেন, শিক্ষায় জাতির মেরুদণ্ড। তাই শিক্ষিত সমাজ গড়তে জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়েছেন। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে কিন্তু এটা দেশের সকল জনগণের মধ্যে সমানুপাতিক না হওয়ায় দেশের বৃত্তবানদের অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে আ. আ. ম. স আরেফিন সিদ্দিক বলেন, আজকের এই শিক্ষার্থীরা ভবিষ্যৎ বাংলাদেশের সম্পদ , তাই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী শিক্ষা গ্রহণের পথটা সহজ করে তাদের দেশের সম্পদ হয়ে গড়ে উঠতে দিতে হবে সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সংগঠন হয়ে এ ধরণের উদ্যোগকে গ্রহন করার সাধুবাদ জানান। ডুসাক সম্পর্কে এর প্রধান পৃষ্ঠপোষক আহমেদ পিপুল বলেন, ডুসাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সংগঠনের মডেল রূপে সেই ২০০১ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সঙ্গে চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে চলেছে। দিনে দিনে এর কলেবর বৃদ্ধি পেয়ে আজ একটি বিশাল সংগঠনে পরিণত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় অর্ধশত শিক্ষার্থীদেরকে এককালীন পাঁচ হাজার করে চেক প্রদান করা হয়। বক্তারা বলেন আজকের এই শিক্ষার্থীরা আগামী দিনে জাতির কর্ণধার হিসেবে প্রতিষ্ঠিত হবে। ডুসাক কর্তৃক শিক্ষা বৃত্তি কার্যক্রম শুরু করায় সবাই ডুসাকের ভূয়সী প্রশংসা করেন। সমাজের বৃত্তবানদের ডুসাকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ানো উচিত বলে মনে করেন তারা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আ. আ. ম. স আরেফিন সিদ্দিক, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা সাংবাদিক আহমেদ পিপুল, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড শেখ আব্দুস সালাম ও বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. মাহবুব হোসেন মেহেদী ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের অধ্যাপক ড. হায়দার আলী, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ডুসাক পৃষ্ঠপোষক হাফিজ মালিক বাবু ও ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. শাহজাহান সাজু। বৃত্তি দাতাদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডুসাক উপদেষ্টা রুহুল আমিন মল্লিক, ফাইন্যান্সিয়াল একপ্রেসের মো. এনামুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা অ্যাড. হামিদুল ইসলাম , চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী মজিবুল খোকন ,স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডা. কামরুজ্জামান সুমন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির, ডুসাকের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর হোসাইন তাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রভাষক সাঈদ সিদ্দিক সুইট প্রমুখ।এফএ/পিআর

Advertisement