জাতীয়

৪১ টিভি ও ২৮ এফএমের অনুমোদন দিয়েছে সরকার : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্য মন্ত্রণালয় বেসরকারিখাতে ৪১টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ২৮টি এফ. এম বেতার কেন্দ্রের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার সংসদে স্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারিখাতে ২৩টি এবং সরকারি খাতে ৩টি টেলিভিশন চ্যানেল চালু রয়েছে। নতুন টিভি চ্যানেল এবং রেডিও’র লাইসেন্সের অনুমোদন দেওয়ার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। প্রাপ্ত আবেদনসমূহ নীতিমালা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষাপূর্বক যথাযথ বিবেচিত হইলে বিভিন্ন সময়ে লাইসেন্স অনুমোদন করা হয়ে থাকে।সরকারি দলের সদস্য এনামুল হকের এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। দেশের সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলো নিরপেক্ষ ও স্বাধীনভাবে সংবাদ প্রচার করছে।তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এই ক্ষেত্রে কোন ধরনের বিধি-নিষেধ আরোপের পদক্ষেপ নেয়া হয়নি। অনাপত্তির শর্ত ও দেশের প্রচলিত আইনের সীমারেখার মধ্যে থেকে সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকারের কোন প্রভাব নেই। অধিকন্তু সংবাদ কর্মীদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।মন্ত্রী আরো বলেন, এছাড়া, সাংবাদিকদের জন্য ঘোষিত ‘৮ম-সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ, ২০১৩’ বাস্তবায়নের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।তথ্যমন্ত্রী বলেন, সরকার প্রিন্ট মিডিয়ার বিজ্ঞাপন মূল্য হার দ্বিগুণ বৃদ্ধি করেছে এবং বিদেশ থেকে রেয়াতি শুল্কে নিউজ প্রিন্ট আমদানি করার সুযোগ প্রদান করেছে।আরএস/আরআই

Advertisement