রাজধানীর কমলাপুর রেলস্টেশনের কন্টেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। এর আগে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।রেলপথ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম বলেন, ভেলমেট (লোড আপলোডের যন্ত্র) থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।তবে কি কারণে রেলওয়ে কর্তৃপক্ষের সংরক্ষিত ওই এলাকায় আগুনের সূত্রপাত ঘটেছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি তিনি।এ ব্যাপারে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জাগো নিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে দ্রুত ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সোয়া ৬টার পরপরই আগুন নিয়ন্ত্রণে আসে।তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ কতো হতে পারে তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি তিনি।জেইউ/আরএস/পিআর
Advertisement