রাজনীতি

এবার নজর আলিয়ার মাঠে

রাজধানী পুরান ঢাকার বখশীবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বুধবার দুটি মামলার হাজিরা দিতে হবে। এর আগে একই মাঠ থেকে  খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ আদলত। তাই সকলের আগ্রহ বুধবার কি হচ্ছে আলিয়ার মাঠে।বুধবার আলিয়ার মাঠে শুধু ২০ দলীয় জোটের নেতাকর্মীরাই নজর রাখছেনা না সে দিকে তাকিয়ে রয়েছেন  বিশ্বের মোড়লরাও। কেননা গত ৫ জানুয়ারি থেকে চলা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ, ইইউ, যুক্তরাষ্ট্রসহ সকল দাতা দেশগুলো উদ্বেগ জানিয়েছেন।  এমন পরিস্থিতির মধ্যেই এ মাঠ থেকেই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া তার কার্যালয়ে তল্লাসীর অনুমতি পেয়েছে পুলিশ। তবে এ আদেশের কয়েকদিন পার হলেও খালেদা জিয়াকে এখনও গ্রেফতার বা তার কার্যালয়ে তল্লাসী করেনি পুলিশ।এদিকে গত ৩ জানুয়ারি থেকে গুলশানের ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে দলীয় নেতাকর্মী ও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে অবস্থান করছেন বেগম জিয়া। কয়েকদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রেফতার হচ্ছেন কিনা?সংশ্লিষ্টরা বলছেন, খালেদা জিয়া গ্রেফতার হলে বিএনপি জোটের আন্দোলন হয় অগ্নিমূর্তি ধারণ করবে অথবা নি:শেষ হয়ে যাবে। আর এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত আসতে পারে বুধবার বিশেষ আদালতের সিদ্ধান্তের পর।অপরদিকে, বুধবার নেত্রী আলিয়ার বিশেষ আদালতে হাজিরা দিতে যাবেন কি না এ নিয়ে এখনও স্পষ্ট  কোন বক্তব্য পাওয়া যায় নি। তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন জানিয়েছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদিও এখনো আমরা ওয়ারেন্টের কপি হাতে পাইনি, যদি আদালতে যেতে বা আত্মসর্মপণ করতে হয়, তাহলে তিনি (খালেদা জিয়া) আদালতে যেতে ইচ্ছুক।দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে এবারও তিনি আলিয়ার মাঠে হাজিরা দিতে যাবেন না। এছাড়া যেহেতু খালেদা জিয়ার জামিন বাতিল করা হয়েছে, সেহেতু আদালতে হাজিরার প্রশ্নই আসে না।উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আগামীকাল (বুধবার)  ৪ঠা মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়। আদালতের আদেশ সাধারণত ডাক যোগে থানায় পৌঁছে। তবে বিশেষ ক্ষেত্রে বাহক মাধ্যমেও পৌঁছানোরও সুযোগ রয়েছে। গ্রেফতারি পরোয়ানা পাওয়ার কথা পুলিশ নিশ্চিত না করলেও খালেদা জিয়ার কার্যালয় তল্লাসীর অনুমতি পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।এমএম/এএইচ/আরআই

Advertisement