বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সব ধরনের ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। মঙ্গলবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ক্যালকুলেটর ব্যবহার করা, না করা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ম্যাসাকার পরিস্থিতি সৃষ্টি হয়। তাই সব বিসিএসের প্রিলিমিরারিতে যে কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।উল্লেখ্য, এর আগে বিসিএসের প্রিলিমিনারি এবং লিখিত উভয় পরীক্ষায়ই সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ ছিল।নেছার উদ্দিন বলেন, বিসিএসের লিখিত পরীক্ষায় প্রার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পাবেন। তবে পরীক্ষার হলে বই, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়িসদৃশ মোবাইল বা কোনো প্রকার ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র নেওয়া যাবে না।পরীক্ষার হলে কারও কাছে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। এমনকি ভবিষ্যতে কমিশনের সব ধরনের পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে বলেও জানান তিনি।আগামী ৬ মার্চ বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৩৫ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। এ ৩৫তম বিসিএস থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।মঙ্গলবার কমিশনের ওয়েবসাইটে এই পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।আরএস/আরআই
Advertisement