অর্থনীতি

রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব

রাজনৈতিক অস্থিরতায় দেশের শেয়ারবাজারে সরকারের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) থেকে বছরের প্রথম মাস জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে রাজস্ব কমেছে প্রায় ৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সংশ্লিস্টদের মতে, রাজনৈতিক অস্থিরতার কারণে শেয়ারবাজারে নেতিবাচক অবস্থা সৃষ্টি হয়েছে। আর সহিংসতা না কমলে এই পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। ২ মাসে পুঁজিবাজার চরম মন্দাবস্থা পার করেছে। আর রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে না।তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে ডিএসইতে রাজস্ব আদায়  হয়েছে ৮ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার ২০৯ টাকা। যা জানুয়ারির তুলনায়  ৭৫ লাখ ৪৬ হাজার ২৩০ টাকা বা ৭ দশমিক ৯৮ শতাংশ কম। জানুয়ারিতে এই রাজস্বের পরিমাণ ছিল ৯ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ৪৩৯ টাকা।জানা গেছে, শেয়ারবাজারের আদায়কৃত যে রাজস্ব ডিএসই সরকারের কাছে জমা দেয় তা দুই খাত থেকে সংগ্রহ করা হয়। এর মধ্যে ডিএসইর সদস্য বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি থেকে সংগৃহীত।ফেব্রুয়ারিতে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে ডিএসই ৫ কোটি ৩৬ লাখ ৩ হাজার ১৩৭ টাকা রাজস্ব আদায় করেছে। যা জানুয়ারিতে ছিল ৫ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৪৮৪ টাকা। গত মাসে জানুয়ারির তুলনায় ২০ লাখ ৯৫ হাজার ৩৪৭ টাকা বা ৪ শতাংশ কম।উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায়ও কমেছে। এই মাসে ৩ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার  টাকা রাজস্ব আদায় করেছে ডিএসই। যা জানুয়ারি মাসের তুলনায় ৫৪ লাখ ৫০ হাজার  টাকা বা ১৪ শতাংশ কম। জানুয়ারি মাসে ডিএসই উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় করেছিল ৩ কোটি ৮৮ লাখ ১৬ হাজার  টাকা।আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই ২০১৪-১৫ হিসাব বছরের ফেব্রুয়ারি মাসে সদস্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে এই রাজস্ব আদায় হয়েছে।এসআই/এএ

Advertisement