রাজনীতি

একদলীয় শাসন কায়েম করতেই সম্প্রচার নীতিমালা : ফখরুল

দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগ সরকার সম্প্রচার নীতিমালা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবেসম্প্রচার নীতিমালার প্রতিবাদেজাতীয়তাবাদী মুক্তি পরিষদ প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সভায় তিনি এই মন্তব্য করেন।ফখরুল অভিযোগ করেন, জনগণের সঙ্গে প্রতারণা করে গণতন্ত্রের পোশাকেদেশকে একদলীয় শাসনের দিকে নিচ্ছে আওয়ামী লীগ। অনেক আগে থেকেই টিভির টক শো, পত্রিকার নিউজ ইস্যু নিয়ন্ত্রণ করছে সরকার। নতুন এইনীতিমালার মাধ্যমে সরকার টিভিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে।তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় গিয়ে আসলরূপে ফিরে আসে। বিএনপির ক্ষমতায় যাওয়া নয়, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনায় এখন প্রশ্নের সম্মুখে। সংগ্রাম চলছে, এর নতুন কৌশল প্রয়োজন। জনগণই তা ঠিক করবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।সভায় আরও বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লা চৌধুরী, সাংবাদিক মাহফুজউল্লাহ প্রমুখ।

Advertisement