আন্তর্জাতিক

কেজরিকে সরানোর চক্রান্ত : ভোল পাল্টালেন শান্তি ভূষণ

দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আম আদমি পার্টির (এএপি) সর্বভারতীয় আহ্বায়কের পদ থেকে সরানোর চক্রান্ত চলছে। সোমবার এক সংবাদ সম্মেলনে আম আদমি পার্টির মুখপাত্র সঞ্জয় সিং এ কথা জানানোর একদিন পর ভোল পাল্টিয়েছেন আপ নেতা প্রশান্ত ভূষণ। খবর জি নিউজ। জানা গেছে, কেজরিওয়ালের বিরোধীতা করে প্রায় একঘরে হয়ে গেছেন আপের দুই নেতা যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণ। বুধবার দলের জাতীয় এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এ দু`জনকে দলের রাজনীতি বিষয়ক কমিটি থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াও প্রায় সম্পন্ন। এই সব ডামাডোলের মধ্যেই মঙ্গলবার আকস্মিক ভাবে নিজের আগের অবস্থান থেকে সরে এসে কেজরিওয়ালের প্রশংসায় মুখর হয়ে উঠছেন শান্তি ভূষণ। দলের আহবায়কের পদে কেজরিওয়ালই যোগ্যতম বলে জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, কিছুদিন আগেই আপ-এর বর্ষীয়ান সদস্য প্রকাশ্যে অরবিন্দ কেজরিওয়ালকে সরিয়ে যোগেন্দ্র যাদবকে দলীয় আহবায়ক করার দাবি করে ছিলেন।অন্যদিকে, টুইট করে কেজরিওয়াল জানিয়েছেন, আমি এই জঘন্য বিতর্কে নিজেকে জড়াতে চাই না। যা হচ্ছে তাতে আমার মন ভেঙে গেছে। দিল্লির মানুষ আমাদের উপর যে ভরসা রেখেছিলেন, এই ঘটনায় বিশ্বাসভঙ্গ হয়েছে তাঁদেরও। এএইচ/পিআর

Advertisement