খেলাধুলা

তামিমের অনন্য রেকর্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এলিমিনেটর রাউন্ডে রাজশাহী কিংসের বিপক্ষের ম্যাচে যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। এবারের আসরে ষষ্ঠ হাফ সেঞ্চুরি হাঁকিয়ে এক আসরে সর্বাধিক হাফ সেঞ্চুরি করার অনন্য রেকর্ড গড়েন এ ড্যাশিং ওপেনার। পাশাপাশি বিপিএলে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে হাজারী ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার এলিমিনেটর রাউন্ডে রাজশাহী কিংসের বিপক্ষে ডোয়াইন স্মিথের সঙ্গে চিটাগাংয়ের ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তামিম। শুরুতেই স্মিথ বিদায় নিলেও এক প্রান্তে দারুণ ব্যাটিং করতে থাকেন তিনি। দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতা ধরে রেখে দারুণ এক হাফসেঞ্চুরি করেন তামিম।এদিন ড্যারেন স্যামির করা দশম ওভারের প্রথম বলে লং অফ দিয়ে চার মেরে নিজের এক হাজার রান পূরণ করেন অধিনায়ক। ক্যাসরিক উইলিয়ামসের বলে সামিত প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে শেষ হয় তামিমের ইনিংস। তবে আউট হবার আগে ৪৬ বল মোকাবেলা করে ৬টি চারের সাহায্যে ৫১ রান করেন তিনি।চলতি আসরে এটা তামিমের ষষ্ঠ হাফসেঞ্চুরি। যা বিপিএলের এক আসরে কোন ব্যাটসম্যানদের সর্বাধিক হাফ সেঞ্চুরির রেকর্ড। এর আগে বিপিএলের প্রথম আসরে সিলেট রয়্যালসের হয়ে পাঁচটি হাফ সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান কামরান আকমল। আর দ্বিতীয় আসরে পাঁচটি হাফ সেঞ্চুরি করেছিলেন শামসুর রহমান শুভ।এছাড়াও এদিন এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ডটি গড়ার খুব কাছে গিয়েছিলেন তামিম। আর ১০ রান করতে পারলেই ছুঁতে পারতেন আহমেদ শেহজাদের রেকর্ড। ২০১২ সালে বরিশাল বার্নার্সের হয়ে ৪৮৬ রান সংগ্রহ করেছিলেন এ পাকিস্তানী। তবে ২০১৩ সালে সিলেট রয়্যালসের হয়ে মুশফিকুর রহিম করা ৪৪০ রানের রেকর্ডকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে আসেন এ ওপেনার।এবারের আসরে সর্বোচ্চ সংগ্রহকারী এ ব্যাটসম্যান। ১৩ ম্যাচে এখন পর্যন্ত করেছেন ৪৭৬ রান। বিপিএলে প্রথম কোন ব্যাটসম্যান হিসেবে এক আসরে পাঁচশত রান করার মাইলফলক থেকে কিছু দূরে আছেন এ ওপেনার।বিপিএলে এখন পর্যন্ত তামিমের মোট সংগ্রহ ১০২৬ রান। তার উপরে রয়েছেন জাতীয় দলের সতীর্থ মাহমুদউল্লাহ (১০৬১) ও মুশফিকুর রহীম (১০৭২)। ৯৪১ রান করে চতুর্থ অবস্থানে আছেন সাকিব আল হাসান।আরটি/এমআর/পিআর

Advertisement