রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে দ্রুত ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।সর্বশেষ খবর অনুয়ায়ী ৫টা ৪৯ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেও জানান তিনি। তবে কি কারণে রেলওয়ে কর্তৃপক্ষের সংরক্ষিত ওই এলাকায় আগুনের সূত্রপাত ঘটেছে তা জানাতে পারেননি তিনি।জেইউ/এএ
Advertisement