রাজনীতি

হরতাল বাড়লো ৪৮ ঘণ্টা

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী হরতাল আরও ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে পূর্বঘোষিত হরতাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও এখন তা শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে। গত ৫ সপ্তাহ ধরে সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে সপ্তাহের সব কর্মদিবসে হরতাল দিয়ে আসছে বিএনপি। একই সঙ্গে গত ৫ জানুয়ারি থেকে দেশব্যাপী টানা অবরোধ চলছে। এমএম/এএইচ/পিআর

Advertisement