বেতন ভাতা পাওয়ার আশ্বাসে অনশন ও আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে রাজধানী বাড্ডার সাঁতারকূলের ছুনজি লিভ লিমিটেড নামের গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ১৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি বেতন-ভাতা প্রদানের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে গার্মেন্টস কর্মীরা। চার মাসের বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিজিএমইএ ভবনের মূল ফটকের সামনে সমাবেশ শুরু করেন কারখানার কয়েক’শ শ্রমিক। এর আগে সোমবার থেকে তারা অনশন কর্মসূচীও পালন করেন। মঙ্গলবার দুপুরে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম আন্দোলনরত শ্রমিকদের তিনি বলেন, আগামী বৃহস্পতিবার গার্মেন্টস মালিকের সঙ্গে বৈঠক করে তাদের পাওনা টাকা প্রদানের ব্যবস্থা করা হবে।এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা পৌনে ৩টায় শ্রমিকরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেন।১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন- নিটিং অপারেটর মো. আলী হোসেন। তিনি জানান, ৪ মাসের বেতন পাননি তারা। কারখানার মালিকপক্ষ কাজ করে নিলেও বেতন না দেয়ায় কষ্টে দিন পার হচ্ছিল কর্মীদের। বেতন ভাতা না পেয়ে গার্মেন্টসটির কর্মীরা বিজিএমইএ ভবনের সামনে সমাবেশ করতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি।এদিকে বৃহস্পতিবারের মধ্যে পাওয়া টাকা না দিলে আবারো আন্দোলন শুরু হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনরত শ্রমিকরা।জেইউ/আরএস/পিআর
Advertisement