রাজনীতি

পরোয়ানা প্রত্যাহার আবেদনের শুনানি বুধবার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদনের শুনানি বুধবার ঢাকার আলিয়া মাদরাসা মাঠের অস্থায়ী বিশেষ আদালতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে আবেদন করা হলে বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার শুনানির দিন ধার্য করেন।এছাড়া একই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরেয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য বুধবার এ মামলার পরবর্তী দিন ধার্য আছে।জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় শুনানিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদাসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার অপর দুজন আসমি হলেন সাবেক সাংসদ কাজী সালিমুল হক ও শরফুদ্দিন আহমেদ।# বুধবার আদালতে যাচ্ছেন না খালেদাআরএস/আরআই

Advertisement