বিনোদন

ব্রিটিশ বাংলাদেশি ইয়াং ট্যালেন্ট অনুষ্ঠানে রুনা লায়লা

যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি ট্রাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ব্রিটিশ বাংলাদেশি ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ড’। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।আগামী ৩১ মার্চ যুক্তরাজ্যের বার্মিংহ্যামের রয়্যাল সুইটে ‘ব্রিটিশ বাংলাদেশি ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হবে।জানা গেছে, অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি গানও পরিবেশন করবেন রুনা লায়লা। আরো জানা যায়, এবার ব্রিটিশ বাংলাদেশি ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন সিলেটের গীতিকার ও সুরকার রানা শেখ।সম্প্রতি সংগীত জীবনের ৫০ বছর পূর্ণ করেছেন দেশবরেণ্য এই কণ্ঠশিল্পী। এ উপলক্ষে আসছে ১০ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সেলিব্রেশন অব মিউজিক’ শিরোনামে বিশেষ কনসার্টের আয়োজন করেছে এন্টারেজ এন্টারটেইনমেন্ট।উল্লেখ্য, চলতি বছরেই ভারতের রেডিও মিরচি থেকে ‘চিরনবীন সুরশ্রী’ পুরস্কার পেয়েছেন রুনা লায়লা।এলএ/আরআই

Advertisement