নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলেও এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। তবে এক্ষেত্রে ক্লাসে ৭০ শতাংশ উপস্থিতি থাকতে হবে তাদের। এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে সরকার।মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি পরিপত্র জারি করে দেশের সব বিদ্যালয়, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে।পরিপত্রে বলা হয়েছে, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী স্কুল-কলেজ কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে নির্বাচনী পরীক্ষার আয়োজন করতে হবে। নির্বাচনী পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলেও ক্লাসে ৭০ শতাংশ উপস্থিতি থাকলে তাকে চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে।এই আদেশের ব্যত্যয় হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ‘বিধি অনুযায়ী’ ব্যবস্থা নেওয়া হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।পরীক্ষার্থীরা প্রাক-নির্বচনী পরীক্ষায় ফলাফল খারাপ করলেও তা বিশ্লেষণ করে তাদের সতর্ক করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নিতে বলা হয়েছে।এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্যদকে প্রতিটি পাবলিক পরীক্ষার ফলাফলের এক মাসের মধ্যে সভা করে শিক্ষকদের কর্মদক্ষতার মূল্যায়ন এবং প্রয়োজনে পুরস্কার ও তিরস্কার করতে বলেছে মন্ত্রণালয়।বিএ/আরআই
Advertisement