কালিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল লতিফসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকালে পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরন করা হয় । এ সময় তাদের কাছ থেকে সরকার বিরোধী বিভিন্ন লিফলেট ও বই পাওয়া গেছে। প্রেফতারকৃত শিবিরকর্মীরা হলেন, কালিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল লতিফ ও হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের শিবির কর্মী ও এস এস সি পরীক্ষার্থী ফাহিম আল গালিফ ওরফে শেখ সাদি।হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, সোমবার বিকালে উপজেলার ভেলাগুরি ইউনিয়নে ইসলামী ছাত্র সংগঠনের দাওয়াত ও নতুন সদস্য তৈরির সময় স্থানীয় জনতা কিশোর কণ্ঠ নামক কয়েকটি জিহাদী বইসহ তাদের আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিবিরের দুই নেতাকর্মীকে আটক করে।লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিবির নেতাকর্মীসহ জেলার ৫টি থানা পুলিশের বিশেষ অভিযানে, ওয়ারেন্টভুক্ত, খুন, ধর্ষন, অপহরনসহ বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াত শিবিরের ২০জনকে গ্রেফতার করা হয়েছে।এসএইচএ/আরআইপি
Advertisement