বিনোদন

মুঠোফোনে সামিনার পুষ্পবৃষ্টি

অবশেষে মুঠোফোনে প্রকাশ পেতে যাচ্ছে সামিনা চৌধুরীর একক অ্যালবাম `পুষ্পবৃষ্টি`। সম্প্রতি একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত করেছেন সামিনা।এ প্রসঙ্গে সামিনা বলেন, `মুঠোফোন প্রতিষ্ঠানের নামটি এ মুহূর্তে বলতে চাচ্ছি না। তবে শিগগিরই বিষয়টি সবাইকে জানানো হবে। দীর্ঘদিন আমার ভক্ত-শ্রোতারা এ অ্যালবামটির অপেক্ষায় আছেন। কয়েকবার দিন-তারিখ চূড়ান্ত করেও অ্যালবামটি প্রকাশ করতে পারিনি। তাই এর প্রকাশনা নিয়ে এখন আগে-ভাগে কিছুই বলতে চাই না। ভক্তদের শুধু এইটুকু বলি, শিগগিরই তাদের অপেক্ষার পালা শেষ হতে চলছে।`তবে বিশেষ সূত্রে জানা গেছে, আগামী বৈশাখেই অ্যালবামটি প্রকাশ পাচ্ছে। সর্বমোট ১১টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। এর মধ্যে একটি দ্বৈত গানও রয়েছে। এতে সামিনা চৌধুরীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন আবদুল বারী। সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার ও ইবরার টিপু।উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে, `ওই ফাগুন বুঝি চলে যায়`, `তোমার আকাশে`, `মন চলে যায় দূরে`, `আমাকে তোমার কাছে` ইত্যাদি। এদিকে সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে ওপার বাংলার প্রখ্যাত সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ও সামিনা চৌধুরীর একটি দ্বৈত গান। `একটু একটু` শিরোনামে এ গানটির মিউজিক ভিডিও ইতোমধ্যে শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে। মাহামুদুল হাসানের কথায় ও যাদু রিছিলের সুর-সঙ্গীতে গানটির ভিডিও পরিচালনা করেছেন ফারুক নিপু। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন নচিকেতা ও সামিনা। আসন্ন বৈশাখে `এমসিকিউ` শীর্ষক একটি মিশ্র অ্যালবামে গানটি প্রকাশ হবে বলে জানা গেছে।সূত্র: যায়যায়দিনএইচএন/আরআই

Advertisement