গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী চিটাগাং ভাইকিংসের বিপক্ষে সহজ জয়ই পেয়েছিল রাজশাহী কিংস। সে ম্যাচে ঝড় তোলার আগেই গেইলকে ফেরাতে পেরেছিল তারা। এবার এলিমিনেটর রাউন্ডেও তাদের মুখোমুখি হচ্ছে রাজশাহী। এবারও শুরুতেই গেইলকে ফেরাতে চান তারা। তাই গেইলকে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে রাজশাহী। এখন অপেক্ষা- মাঠে তার সঠিক বাস্তবায়ন।সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করতে আসে রাজশাহী। অনুশীলনে নামার আগে দলের অধিনায়ক ড্যারেন স্যামি বলেন, ‘বেসিক ক্রিকেটই আমাদের পরিকল্পনা। ১৯টি সেঞ্চুরি তো সে (গেইল) আর কোনো কারণ ছাড়া করেনি। সে সময়ের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের একজন, দারুণ সফল ও অভিজ্ঞ। ওর জন্য আমাদের পরিকল্পনা আছে। এখন বাস্তবায়নের ব্যাপার। পরিকল্পনা অনেক থাকতে পারে, এখন মাঠে করে দেখানোর দায়িত্ব ছেলেদের।’ শেষ ম্যাচে গেইলকে সরাসরি বোল্ড করেছিলেন আফিফ হোসেন। এ ১৭ বছর বয়সী বালকের ঘূর্ণিতে চিটাগাংকে মাত্র ১১১ রানে আটকে রাখতে পারে রাজশাহী। নকআউট পর্বের ম্যাচেও আফিফের কাছে এমন কিছু আশা করছেন স্যামি, ‘সে খুব ঠাণ্ডা মাথার খেলোয়াড়। উইকেট নিলে সে খুশি, সবকিছুতেই ওর একই রকম আবেগ। আমাদের জন্য দারুণ একটি প্রাপ্তি। একদম সঠিক সময়ে এসেছে সে আমাদের জন্য। আশা করি কালকেও আমাদের জন্য ম্যাচ জেতানো পারফরম্যান্স করবে।’এর আগে গ্রুপ পর্বে দুই ম্যাচের একটি করে জয় পেয়েছে দু’দলই। চট্টগ্রামে প্রথম ম্যাচে হারলেও শেষ ম্যাচে গেইলের সংযোজনে আরও শক্তিশালী চিটাগাংকে হারানোয় দারুণ আত্মবিশ্বাসী রাজশাহী। তাই এবারও তাদের বিপক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন স্যামি, ‘আগেও ওদের বিপক্ষে খেলেছি। তখনও এরা শক্তিশালী ছিল, তার পরেও হারিয়েছি। সব দলকেই আমরা সমান সম্মান দিই। কালকে নকআউট ম্যাচ। চিটাগংয়ের মুখোমুখি হতে আমরা প্রস্তুত।’আরটি/এনইউ/পিআর
Advertisement