খ্যাতিমান পরিচালক উত্তম আকাশ পরিচালিত `রাজা ফোরটোয়েন্টি` নামে নতুন একটি চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন হালের জনপ্রিয় নায়ক শাকিব খান। ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস।এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, `এই ছবিতে শাকিব খান মেয়েদের সঙ্গে একের পর এক প্রেমের প্রতারণা করতে থাকে। তবে আমি যে বিষয়টি অনুধাবন করতে পেরেছি, তা সে বুঝতে পারেনি। তাই পরিকল্পনা মতো আমিও তার সঙ্গে প্রতারণা চালিয়ে যাই। কিন্তু একটা সময়ে এসে দুজন দুজনকে ভালোবেসে ফেলি। গল্পটা এভাবেই এগিয়ে যায়। সব মিলিয়ে একটি পরিপূর্ণ রোমান্টিক ঘরানার ছবি এটি।`পরিচালক উত্তম আকাশ বলেন, `রোমান্টিকতার পাশাপাশি এই ছবিতে কিছু কমেডিও রয়েছে। শাকিব-অপু ছাড়া এই ছবিতে আরো অভিনয় করছেন মিশা সওদাগর, কাবিলা প্রমুখ। দেশের পরিস্থিতি শান্ত হলেই ছবিটির টানা শুটিং শুরু হবে।`তিনি আরো বলেন, `এই ছবিতে একটি বিশেষ মেসেজ রয়েছে। একজন মানুষ সব সময় প্রতারণা করে বেড়ালেও একটা সময়ে এসে নিজের ভুলের বিষয়টি বুঝতে পারে। তার মধ্যে অনুশোচনা জন্ম নেয়। মূলত এ রকম থিমকে কেন্দ্র করেই `রাজা ফোরটোয়েন্টি` ছবির কাহিনী আবর্তিত হয়েছে। আশা করি, ছবিটি সব শ্রেণির দর্শকের পছন্দ হবে।`এইচএন/আরআইপি
Advertisement