অর্থনীতি

ইউনিয়ন ক্যাপিটালের পর্ষদ সভার দিন পরিবর্তন

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার দিন পরিবর্তন করেছে। পরিবর্তন অনুযায়ী ৪ মার্চ বুধবার বিকেল ৪টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, এর আগে কোম্পানিটি আজ ৩ মার্চ মঙ্গলবার পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল। কিন্তু অনিবার্য কারণেই পরিচালনা পর্ষদ সভার দিন পরিবর্তন করেছে।সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।২০১৩ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ১ টাকা ২৯ পয়সা।উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।এসআই/এআরএস/আরআইপি

Advertisement