বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহাম্মদ জমাদ্দারের আদালতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ আবেদন করেন।এর আগে ২৫ ফেব্রুয়ারি বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।রাজধানীর বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ঢাকার বিশেষ আদালত জজ-৩ এর বিচারক আবু আহমেদ জমাদ্দার তার জামিন ও সময় আবেদন খারিজ করে দিয়ে এ পরোয়ানা জারি করেন।এছাড়া মামলায় আরো দুই আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তারা হলেন মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।বিএ/আরআইপি
Advertisement