দেশজুড়ে

কিশোরগঞ্জে আগুনে ৯টি দোকান পুড়ে গেছে

কিশোরগঞ্জ শহরের কাচারি বাজারে আগুনে নয়টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী ও ব্যবসায়ীরা জানিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে আগুনের ঘটনায় ব্যবসায়ীরা ঘুম থেকে উঠে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে বাজারের নয়টি দোকান মালামালসহ সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়াও অনেক দোকানের কাঁচামালও পুড়ে গেছে। এতে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।বিএ/আরআইপি

Advertisement