তথ্যপ্রযুক্তি

আন্তর্জাতিকমানের সেবা দিচ্ছে মোশারফের ওয়েবপার্স

ওয়েবপার্স-একটি প্রতিষ্ঠিত ডিজিটাল সার্ভিস এজেন্সি। অ্যাপস, গেইমসসহ প্রযুক্তির নানা ক্ষেত্রে কাজ করছে ওয়েবপার্স। ২০০৯ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করে ওয়েবপার্স। তরুণ উদ্যোক্তা মোশারফ হোসেনের এই পথচলায় এখন তার সঙ্গী ২২ জন তরুণ। এনিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম আরমান শুরু গল্পইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে পাশ করার পর অনেক জায়গায় কাজ করেছেন মোশারফ। তথ্যপ্রযুক্তির ব্যবহার দেখে প্রকৌশলী মোশারফ উদ্বুদ্ধ হলেন এবিষয়ে নিজে নিজে কিছু করার। শুরু করলেন ফ্রিল্যান্সিং। উপলব্ধি করলেন-আমার যদি একটি টিম থাকতো তাহলে আরো ভাল কিছু করা সম্ভব। ইউনিভার্সিটির ছোট ভাই শাওনের সঙ্গে আড্ডায় আড্ডায় শুরু হয় তার টিম তৈরির কাজ। একজন, দুইজন, তিনজন-এভাবেই বাড়তে থাকে প্রতিদিন। রাজধানীর উত্তরায় ১৫০০ বর্গফুটের অফিসে ২২ জনের টিম কাজ করছে মোশারফের সঙ্গে। চলছে যেমন...মোশারফ জানান, শুরুটা ছিল বেশ চমকপ্রদ। শুরুতেই আমরা অনেক বড় বড় প্রজেক্টের কাজ করেছি। এক্ষেত্রে আমাদের সহযোগিতা করেছেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ক্রিয়েটোর প্রধান নির্বাহী রাশিদ খান।তার মাধ্যমেই প্রথমে ইউনিলিভারের বেশ কিছু কাজ পেয়েছি। বর্তমানে আমাদের সেবা গ্রহীতার তালিকায় রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ, ক্রিয়েটো, স্কয়ার, ইউনিলিভার, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল, চ্যানেল নাইন, সিটিসেলের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো।একসময় আমরা শুধু ওয়েবসাইট তৈরি ও এসইও নিয়ে কাজ করেছি। এখন কাজের পরিধি, ব্যাপকতা বেড়েছে। কাজ করছি বিভিন্ন অ্যাপ্লিকেশন, গেইমস, স্মার্ট কনট্রোলের মত বিষয়গুলো নিয়ে। বাংলাদেশ একটি ছোট দেশ হলেও বিশ্বের বহু দেশ এদেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ করছে। তাদের সঙ্গে প্রতিযোগিতা করে আমরা আন্তর্জাতিক মানের সেবা দিচ্ছি-এমনটাই দাবি ওয়েবপার্স উদ্যোক্তা মোশারফ হোসেনের। মোশারফ বলেন, আমাদের তরুণরা অনেক মেধাবী। কিন্তু তারা সঠিক নির্দেশনা ও যোগ্যতা অনুযায়ী কাজের ক্ষেত্র না পাওয়ায় মেধাকে কাজে লাগে পারে না। ওয়েবপার্সে আমরা সে সুযোগটা দিচ্ছি। প্রচার-প্রচারণাভালো কাজ করলে আপনাকেই মানুষ খুঁজে বের করবে-এমনই বিশ্বাস মোশারফের। কোনো ধরনের প্রচারণা ছাড়াই তিনি কাজ করে যাচ্ছেন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে।মোশারফ বলেন, আমরা এখনো প্রচারমুখী হইনি। আমরা যাদের সঙ্গে কাজ করেছি, কাজ পছন্দ হলে তারাই আবার আমাদের নতুন কাজের সন্ধান দিয়েছেন। আবার যারা আমাদের কাজ দেখেছেন তারাও নিজে থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন। এভাবেই আমাদের প্রচার হয়েছে।আগামীর আহ্বানসামনের দিনগুলো নিয়ে আরও নতুন নতুন পরিকল্পনা রয়েছে ওয়েবপার্সের। এর অংশ হিসেবে তারা দেশের অ্যাপ্লিকেশন সেক্টরে নিজেদের সুদৃঢ় অবস্থান গড়ে তুলতে চান। আন্তর্জাতিক ভাবে কাজ করতে চান মোবাইল নির্ভর গেইমস তৈরিতে। স্মার্ট কনট্রোলিংয়ের মাধ্যমে যুক্ত হতে চান ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে।টিম নির্ভর কাজে বিশ্বাসী মোশারফ মনে করেন, আমি টিমে বিশ্বাসী। আমাদের যা কিছু অর্জন তা টিমের অবদান। টিমের সাফল্যই ব্যক্তিগত সাফল্য। নতুনদের জন্যনতুন যারা এই ব্যবসায় আসতে চান তাদের উদ্দেশ্যে মোশারফ বলেন, সময় নেই। এখনই কাজে লেগে যেতে হবে। তবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কাজে অনেক প্রতিবন্ধকতা আসবে। তাই বলে থেমে থাকা যাবে না। এভাবেই এগিয়ে যেতে হবে।যোগাযোগের ঠিকানাওয়েবপার্সবাসা - ১২, রোড - ২/বি, সেক্টর - ০৫, উত্তরা, ঢাকা-১২৩০।মোবাইল : ০১৭৫৫৬০২৮২৮ই-মেইল: info@webpers.comওয়েবসাইট: www.webpers.comফেসবুক: facebook.com/Team.Webpers

Advertisement