খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে দ. আফ্রিকা

পুল ‘বি’তে নিজেদের চতুর্থ ম্যাচে আইরিশদের বিপক্ষে টস জিতে ব্যাট করছে দ. আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভার শেষে ১ উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ ৫০ রান।বিশ্বকাপে ‘জায়ান্ট কিলার’ খেতাব আয়ারল্যান্ডের। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অঘটন দিয়েই এবারের মিশন শুরু করেছে আয়ারল্যান্ড। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে আইরিশদের চিন্তা ভিলিয়ার্সকে ঘিরে। আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড বলেন, দেখুন ম্যাচের আগে আপনি আলোচনা করতে পারেন, বেশ পরিকল্পনা সাজাতে পারেন। কিন্তু মাঠে বল হাতে সাফল্য পেতে হলে আপনাকে মৌলিক  ক্রিকেট খেলতে হবে অবশ্যই। কোন একজন খেলোয়াড়কে টার্গেট করে নিজেদের খেলার ধরন বদলে ফেলা ঠিক নয়।তবে ইতিহাসও দক্ষিণ আফ্রিকার পক্ষে। আগের তিন ম্যাচেই আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে তারা। গত বিশ্বকাপে সর্বশেষ সাক্ষাতে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ১৩১ রানে। তবে অতীতে আচ্ছন্ন না হয়ে আয়ারল্যান্ডকে সমীহের চোখেই দেখছেন ডি ভিলিয়ার্স,অতীত নিয়ে আপনি পড়ে থাকতে পারেন না। আমাদের পুরো মনোযোগ আয়ারল্যান্ড ম্যাচের দিকে। এরই মধ্যে তারা প্রমাণ করেছে কতটা ভালো দল তারা। জয়ই আমাদের লক্ষ্য, সেজন্য অবশ্যই সেরাটা খেলতে হবে।দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য)হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসি, রাইলি রুসো, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, ফারহান বেহারদিন, কাইল অ্যাবট, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির।আয়ারল্যান্ড একাদশ (সম্ভাব্য)উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ডু বালবিরনি, অ্যালেক্স কুস্যাক, জর্জ ডকরেল, অ্যাড জয়েস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জন মানি, কেভিন ওব্রাইন, নেইল ওব্রাইন, পল স্টারলিং, গ্যারি উইলসন এমআর/আরআইপি

Advertisement