বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিকভাবে সফল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষের লড়াই করে সিরিজ হারলেও এর আগে ঘরের মাঠে জিতে নেয় টানা ষষ্ঠ সিরিজ। বাংলাদেশের ক্রিকেটের এই সাফল্য দেখতে ঢাকায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) প্রধান ডেভ ক্যামেরন। আর এ সফরে এসে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ক্যারিবিয় এই প্রধান। শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ দেখার সময় ধারাভাষ্যকারদের আলাপকালে তিনি জানান, `আমি বিসিবির অতিথি হয়ে দেখতে এসেছি ক্রিকেটে কিভাবে ওরা উন্নতি করছে। একই সঙ্গে কথা বলব কবে ওদের সঙ্গে খেলা যায়, সামনে কখন সিরিজ আয়োজন করা যায়, এসব নিয়ে।` ডেভ ক্যামেরন আরও বলেন, `বাংলাদেশের ক্রিকেট দারুণ উন্নতির পথে আছে। বিশেষ করে দেশের মাটিতে ওদের বিপক্ষে খেলতে ভয়ই লাগবে আমাদের। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সব সময়ই ভালো ছিল আমাদের। শুধু বাংলাদেশই নয়, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এগিয়ে নিতে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি।` উল্লেখ্য, ২০১৩ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে নানা কারণে আলোচিত-সমালোচিত ক্যামেরন। জন্ম দিয়েছেন অনেক বিতর্কের। তবে জানালেন, বোর্ড প্রধান হিসেবে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক চান তিনি।এমআর/এমএস
Advertisement