আন্তর্জাতিক

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি পদত্যাগ করেছেন। সংবিধান সংস্কারের পরিকল্পনা করেছিলেন রেনজি। ওই পরিকল্পনার ওপর গণভোটে শোচনীয় পরাজয় দেখে আকস্মিক পদত্যাগ করলেন তিনি। খবর বিবিসির।স্থানীয় সময় রোববার রাতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, গণভোটের ফল মেনে নিয়েছেন তিনি। যারা না ভোট দিয়েছেন তাদেরকে অবশ্যই একটি স্বচ্ছ পরিকল্পণা তৈরি করতে হবে। রাষ্ট্রীয় গণমাধ্যম রাই-এর খবরে বলা হয়েছে, সংবিধান সংস্কারের পক্ষে ভোট পড়েছে ৪২ থেকে ৪৬ শতাংশ এবং না ভোট পড়েছে ৫৪ থেকে ৫৮ শতাংশ।গণভোটের ফলাফল প্রকাশের পর এক বিবৃতিতে রেনজি বলেন, ‘আমাদের সবার ভাগ্য প্রসন্ন হোক।’ তিনি আরো জানিয়েছেন, সোমবার বিকেলে মন্ত্রী পরিষদের বৈঠকে নিজের পদত্যাগের বিষয়টি জানাবেন তিনি। মাত্র আড়াই বছর ক্ষমতায় থাকার পর দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন রেনজি। টিটিএন/এমএস

Advertisement