খেলাধুলা

গুরুর বিপক্ষে ম্যাচ উপভোগ করবেন মাহমুদউল্লাহ

বাংলাদেশ জাতীয় দলে তথা ঘরোয়া ক্রিকেটে অনেক সময়েই খালেদ মাহমুদ সুজনের অধীনে খেলেছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এবার সুজন ঢাকা ডায়নামাইটসের প্রধান কোচ। তাদের বিপক্ষেই প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবেন মাহমুদউল্লাহরা। তবে গুরুর বিপক্ষে এ ম্যাচটি অনেক উপভোগ করবেন বলেই জানান খুলনা অধিনায়ক।রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘সুজন ভাইয়ের অধীনে অনেক ক্রিকেট খেলেছি, উনি আমাকে ছোট থেকেই দেখেছেন। আমার ক্রিকেটার হওয়ার পেছনে ওনার একটা বড় অবদান আছে। উনি উনার দলের দায়িত্বে আমি আমার দলের দায়িত্বে। আমি আমার কাজটা সঠিকভাবে করার চেষ্টা করবো, উনি উনার কাজটা সঠিকভাবে করার চেষ্টা করবেন। এটা একটা চ্যলেঞ্জ। আশা করি আমরা দুইজনই উপভোগ করবো।’তবে এবারের আসরে আরো দুইবারই গুরুকে হারিয়েছেন মাহমুদউল্লাহ। এর আগে চট্টগ্রামে ঢাকার বিপক্ষে প্রথম জয় পায় খুলনা। এদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছয় উইকেটের সহজ জয়ই পায় তারা। তাই প্রথম কোয়ালিফায়ারে আরো একবার হারাতে চান তিনি। দলে বড় মনের খেলোয়াড় থাকায় আত্মবিশ্বাসী খুলনা অধিনায়ক।‘চেষ্টা করবো প্রথম চেষ্টায় ফাইনালে যেতে। আমাদের দলের অন্যতম শক্তির দিক হচ্ছে একতা, টিম স্পিরিট। আমাদের দলে বড় নাম নাই তবে কুপারের কথায় আমাদের দলে অনেক বড় হৃদয়ের ক্রিকেটার আছে। আমি এ ধরনের ক্রিকেটারদের সঙ্গে খেলতে উপভোগ করি। আশা করি আবারো একটা ভালো লড়াই করতে পারবো।` এবারের আসরে শুরুতে আলোচনায় ছিল না খুলনা টাইটান্স। দলে মাহমুদউল্লাহ ছাড়া ছিলনা বড় কোন তারকা। তারপরও শেষে শক্তিশালী ঢাকার বিপক্ষে সহজ জয় পায় তারা। নিজেদের সেরা খেলা খেললে যে কোন দলের জন্যই কঠিন প্রতিপক্ষে হতে পারেন বলে জানান মাহমুদউল্লাহ।‘আসলে প্রতিটা দলই শক্তিশালী। আমাদের পিঠ দেয়ালে ঠেকা ছিল। তাই আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হত। ঢাকার জন্য হয়তো একটু রিলাক্সের ছিল কিন্তু আমাদের সেরা ক্রিকেট খেলেই ম্যাচ জিততে হয়েছে। যে কোনো দলের জন্যই আমরা ভালো প্রতিপক্ষ হতে পারি।’আরটি/এনইউ/জেডএ

Advertisement